মোঃ রাশিদুল ইসলাম | মাগুরা প্রতিনিধিঃ

“মুজিব শতবর্ষে থাকবে না কোনো গৃহহীন” এই শ্লোগান নিয়ে সরকারের আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় ৪০ টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো স্বপ্নের ঠিকানা।মাগুরার শ্রীপুর উপজেলার দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় রবিবার সকাল ১০ টায় উপজেলার ৪০ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুই শতক জমি ও বাড়ির চাবি হস্তান্তর করেন মাগুরা -০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, উপজেলার নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, ছাত্রলীগ, যুবলীগ,

স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুবিধাভোগী জনগোষ্ঠীর লোকজন।

এ উপলক্ষে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মুজিববর্ষে একটি পরিবার ও গৃহহীন থাকবে না তার এই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

পরে তিনি করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে সতর্কতা করেন।তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করার কথা বলেন।