হবিগঞ্জ জেলার দুই উপজেলা ও দুইটি পৌরসভায় ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি প্রণোদনা কর্মসূচির বীজ, রাসায়নিক সার এবং ধান কাটার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়।
এ সময় ৬৫ লাখ টাকা দামের দুইটি ধান কাটার হার্ভেস্টার ৭০ শতাংশ ভর্তুকিতে দুজন কৃষককে দেওয়া হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, হবিগঞ্জ পৌরসভা এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা কৃষকরা এই প্রণোদনা পেয়েছেন। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রহিম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।