রবীন্দ্রনাথ সরকার, রংপুর প্রতিনিধিঃ বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব রিদওয়ানুল বারী জিয়ন। তিনি প্রায় অর্ধকোটি টাকার আর্থিক সহায়তা এবং লজিস্টিক্স সেবা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে । ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এই বন্যায় নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বন্যার্তদের সহায়তায় এরই মধ্যে আস-সুন্নাহ ত্রাণ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা দিয়েছে স্টেডফাস্ট। পাশাপাশি স্টেডফাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের অনুদান এবং প্রাতিষ্ঠানিক তহবিল থেকে আরও প্রায় ২৫ লাখ টাকার ত্রাণ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে রিদওয়ানুল বারী জিওন বলেন, বুধবার থেকে স্টেডফাস্ট ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ্যের সবটুকু দিয়ে স্টেডফাস্ট ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। অর্থ ও ত্রাণ সহায়তা ছাড়াও স্টেডফাস্টের ১০-১২টি ট্রাক বিনামূল্যে দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান ত্রাণ পৌঁছাতে চাইলে স্টেডফাস্টের এই পরিবহন সুবিধা বিনামূল্যে নিতে পারবে।