ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়াসহ বেশকিছু দাবিতে সড়ক অবরোধ করেছেন চালকরা। আজ শনিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডের মাথায় অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বাড্ডা লিংক রোডের মাথায় অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
এর আগে রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।