রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে ডেফোডিল ইউনিভার্সিটির চতুর্থ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আকাশ রায় (২৪) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু পঙ্কজ জানান, আকাশ ধানমন্ডির ডেফোডিল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ভোর সাড়ে চারটার দিকে ভবনের চার তালার ছাদ থেকে লাফিয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারনে সে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুর।

বর্তমানে ধানমন্ডির শুক্রাবাদে ৮/এ বাসায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

 

 

কলমকথা/ বিথী