শায়েক আহমদ,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবারের একুশে বইমেলা শুরু হয়েছে।
কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ ২০.০২.২০২৪ ইং বিকাল তিন ঘটিকায় বই মেলা অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জয়নাল আবেদীন কমলগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জনাব মোঃ জুয়েল আহমেদ কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার কমলগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম কমলগঞ্জ উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন বিশিষ্ট লেখক ও গবেষক সাংবাদিক আহমেদ সিরাজ লাইব্রেরী পুস্তক কমিটির উপজেলা সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন সাংবাদিক মোঃ সাব্বির এলাহী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক মোঃ মোশাহিদ আলী শিক্ষক, আলোচনা সভা শেষে অতিথিরা অনুষ্ঠান স্থলে বই মেলা স্টলগুলোর পরিদর্শন করেন এবং ব্যপক ভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলবে বই মেলা আয়োজন সবাইকে বই মেলা ঘুরে ঘুরে দেখার আহবান জানান অতিথিবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।