কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে ৫০ একর জমিতে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

১৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩ টায় উপজেলার আনইলবুনিয়া গ্রামে প্রদর্শনীর মাঠে এ অনুষ্টানের আয়োজন করা হয়েছে। অনুষ্টানে উপস্থিত ছিলেন এলাকার কৃষিজীবী মানুষ।

অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফ্রুজুল হক টুটুল, কাঠালিয়া উপজোলা চেয়ারম্যান এমাদুল হক মনির, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী, কাঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানজানিয়া আহমেদ।