আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি মধুমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যশোরের কেশবপুরে মধুমেলার স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতি বছরের ন্যায় বিভিন্ন স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত হয়েছে। মেলায় সার্কাস,যাদু প্রদর্শনী,মৃত্যুকূপ,শিশু বিনোদন,পার্কিং গ্যারেজ, ফার্ণিচারসহ বিভিন্ন স্টল বরাদ্দের জন্য ওই উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত,অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান,কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস প্রমুখ।


উন্মুক্ত ডাক অনুষ্ঠানে সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, পার্কিং গ্যারেজ স্টল পেয়েছেন উপজেলার  মধ্যকুল গ্রামের মফিজুর রহমান, এবং শিশু বিনোদন ও ফার্ণিচার স্টল পেয়েছেন একই উপজেলার আলতাপোল গ্রামের শহিদুজ্জামান শহিদ।


উল্লেখ্য,, আগামী ২৫ শে জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে(মহাকবি জন্মস্থান) সপ্তাহব্যাপি মধুমেলা অনুষ্ঠিত হবে।