জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সাগরদিঘী ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগের আয়োজনে শোক র্যালি, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা,দোয়া মাহফিল ও খাবার বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (১৫ আগস্ট) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

পরে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি সদস্য ও সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। র্যালিটি সাগরদিঘী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাগরদিঘী ইয়নিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত শিকদার, সাগরদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক রহমান মাস্টার, ৬ নংওয়ার্ডের মেম্বার মোকাম্মেল হোসেন, যুবলীগ নেতা মহানন্দ,মজিবর রহমান মনির হোসেন, কামাল,কামরুল,ছাএলীগ নেতা,ফিরোজ শিকদার আলভী ইমন ,আলফি জাকির,তারিফ আল সোহাগ,শাহ্-আলম শিকদার প্রমুখ।