সীতাকুন্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের (২৪) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্হলেই তিনি মারা যান। যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. খোরশেদ আলম বলেন, সীতাকুন্ড রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে শেখপাড়া এলাকা রেললাইন থেকে এক অজ্ঞাত (২৪) যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে পড়ে ট্রেনের নিচেই কাটা পড়ে মারা যায় বলে স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়।
লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।