এন,এম,সজীব (দিনাজপুর) স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বিরামপুর উপজেধীন ৪ নং দিওড় ইউনিয়নের ভিডাব্লিউবি কার্ডের চাল বিতরণ করেন। (৩০/০৩/২৩) ইং রোজঃ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে,সরাসরি ইউপি চেয়ারম্যান আঃ মালেক মন্ডল এর উপস্থিতিতে এসব চাল বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মাসুদুর রহমান,ট্যাগ অফিসার পিয়াস ইবনে হাবিব,(৪) নং ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন(৬) নং ওয়াড সদস্য রবিউল ইসলাম, (৭)নং ওয়ার্ড সদস্য মোঃ আজগর আলী মন্ডল,১,২,৩,ওয়াড সদস্যা মোছ:ফেনসীআরা বেগম,২ নং ওয়ার্ড সদস্য মোঃ আজগর আলী(৭,৮,৯) ওয়াড সদস্যা মোছাঃ আরিফুন্না বেগম,সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, ৪০২ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ৪০২ জন ভিডাব্লিউবি কার্ডধারী উপকার ভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে।