মোঃ হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পাচগ্রাম (নতুন বাজারে) বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ অলিল সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, টিকাদার মোঃ শাহ্ আলম, মোঃ আফজালুল হক, মোঃ আঃ মজিদ সরকার, মোঃ রুবেল মিয়াসহ আর ও অনেকে বক্তব্য রাখেন।
এ সময় তারা অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য জোরালো দাবী করেন। তারা আরও বলেন, এই অবৈধ  চলাচলের কারণে আমরা আমাদের ছোট-ছোট ছেলে-মেয়েদের কে স্কুলে পাঠাতে অনেক ভয় করি। এবং এই সব অবৈধ গাড়ী চলাচলের কারণে আমাদের রাস্তা-ঘাট গুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।