![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/kk5-11.jpg)
জয়পুরহাটে ছাত্রীদের শ্রেণিকক্ষে গোপন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও নিরাপত্তা প্রহরী জাকির হোসেনের বিরুদ্ধে। রোববার (১০ এপ্রিল) সকালে এ ঘটনায় তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা বলেন, ‘ক্লাস চলাকালীন আমরা একটু এলোমেলোভাবে থাকি। এই সুযোগে নিরাপত্তা প্রহরী গোপন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে আসছিল।
এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।’ কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিন্নাত পারভিন বলেন, ‘প্রধান শিক্ষক গোলাম মোস্তফার মদদে নিরাপত্তা প্রহরী জাকির হোসেন শিক্ষার্থী ও শিক্ষকদের গোপন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে আসছিল। কয়েকবার সতর্ক করা হলেও সে কারও কথা শুনেনি।’ অভিযোগের বিষয়ে কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কথা বলতে রাজি হননি। জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের অভিযোগ দিতে বলেছি। নিরাপত্তা প্রহরী ও প্রধান শিক্ষক ওই ঘটনার সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।