জামালপুর সদর উপজেলা মধ্য বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের একটি পুকুর থেকে মধ্য বয়সী এক মহিলার অজ্ঞাত লাশ উদ্ধার করেছে জামালপুর নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
প্রতক্ষদর্শীরা জানান, আনুমানিক বেলা ১১ টায় পুকুর পাড় দিয়ে চলাচল কালে মানুষের মত দেখা যায় তাৎক্ষণিক নারায়নপুর তদন্ত কেন্দ্রে খবর দিলে তদন্দ্র কেন্দ্রের পুলিশ এসে লাশটির উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটির উদ্ধার এর পর দেখা যায় গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে ।
জামালপুর সদর থানার ওসি রেজাউল খান জানান- ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ কারা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।