মোঃহিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোববার সকালে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল সামী,
সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।