সাগর কুমার বাড়ই | তেরখাদা, খুলনা : গত ১১ ই মে মঙ্গলবার খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার অদুরে ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদ ভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০৭ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা অনুদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায় , তেরখাদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে বাবুল আলমের পরিচালনায় সকাল ১০টায় ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদ ভবনে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার নির্বাহী অফিসার আবিদা সুলতানা ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শারাফাত হোসেন মুক্তি এবং উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসার প্রজিত সরকার ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা অনুদানের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তেরখাদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আলমগীর হোসেন , প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শারাফাত হোসেন মুক্তি , জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসার , ইউনিয়ন পরিষদের সচিব জিয়ারত হোসেন জিয়া, ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য প্রনবেশ কুমার বালা জুয়েল সহ ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য বৃন্দ ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা অনুদানের অনুষ্ঠানে ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ১৫০৭ টি পরিবারের মাঝে ৪৫০/= করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।