অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বেড়েছে মশার উপদ্রব। ঘরের দরজা-জানালা বন্ধ করেও যেন রেহাই নেই। মশার জ্বালায় শিশু থেকে বৃদ্ধরাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ- যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়া ছাড়াও নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে উপজেলায় মশার উপদ্রব বেড়েছে।

উপজেলার স্থানীয় একজন বাসিন্দা অভিযোগ করে বলেন, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। উপজেলার নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকে। এছাড়া নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে সম্প্রতি মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। এছাড়া উপজেলার মশক নিধন কার্যক্রমের অভাবে মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলেও দাবি করেন তারা।

 

 

কলমকথা / বিথী