অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় হেলমেট না পড়ায় ও মাস্ক ব্যবহার না করায় অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে নবাবগঞ্জের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয় ।
মাইকিংসহ শত প্রচারেও ফিরছে না সচেতনতা, ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা করে ট্রাফিক পুলিশ। এবারের অভিযানটি ভিন্ন, সড়কপথে দুর্ঘটনার হার কমাতে ও করোনা সংক্রমণের হার রোধে মাস্ক ব্যবহারকল্পে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মোটরসাইকেল আটক করে এবং জরিমানা করা হয়।
এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ এবং ৬৬ধারায় হেলমেটবিহীন মটর সাইকেল চালানো এবং অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে মামলা ও জরিমানা করা হয়।
এসময় সহযোগীতা করেন দিনাজপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ হানিফ মন্ডলসহ নবাবগঞ্জ থানার পুলিশ।
দিনাজপুর থেকে আগত ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সহিদুর রহমান বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেটববিহীন কেহই যেন মটর সাইকেল নিয়ে বের না হয় কারন এই মটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী তার জন্য সচেতনতা সৃষ্টি পাশাপাশি মাস্ক পড়তেও উদ্বুদ্ধ করছি যারা হিলমেটবিহীন রাস্তায় আসছে তাদের জরিমানা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।