মাগুরা প্রতিনিধিঃ নানা রকম কর্মসূচীর মধ্য দিয়ে মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
এসময় জেলা প্রশাসক, এমপি মহোদয়, সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানী ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক ড.আশরাফুল আলম মহোদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সাইফুজ্জামান শিখর। এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শহিদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,
উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র জনাব মোঃ খুরশিদ হায়দার টুটুল সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ, লালন ও চর্চা করার আহবান জানান।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতায় পুরস্কার অর্জনকারী কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং কেক কাটা হয়। পরবর্তিতে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ০৭ দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।