চরভদ্রাসন -সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর চরঝাউকান্দা ইউনিয়নের জলমহাল এলাকায় গত ৫ ফেব্রুয়ারী ষ্পীটবোট দুর্ঘটনায় নিখোঁজ পাঁচ যাত্রীর মধ্যে ডুবুরী দলের অভিযানে বুধবার বিকেল পর্যন্ত উদ্ধার হয়েছে ৪টি লাশ। নিখোঁজ রয়েছেন আরও এক যাত্রী। উদ্ধারকৃত লাশগুলো হলো- ফরিদপুর সদর উপজেলার কানাইপুর গ্রামের দাউদ মৃধা (৪৫), একই উপজেলার মুন্সী বাজার গ্রামের বলরাম গোস্বামী (৩৫), চরভদ্রাসন উপজেলার তেলী ডাঙ্গী গ্রামের রানা খন্দকার (৩০) ও সদরপুর উপজেলার সমশের মাতুব্বর ডাঙ্গী গ্রামের খোকন শেখ (৪০)। উপজেলা প্রশাসন উদ্ধারকৃত লাশগুলো দাফন কাপনের জন্য প্রতি পরিবারে নগদ ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা ছদকা দিয়েছেন। আর নিখোঁজ রয়েছেন চরভদ্রাসন উপজেলা সদরের বালিয়া ডাঙ্গী গ্রামের মোঃ শহীদুল ইসলাম (৩০) নামক আরেক যাত্রী।

ষ্পীটবোট দুর্ঘটনার পর গত মঙ্গলবার থেকে ঢাকা ডুবুরী দল পদ্মা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু পদ্মা নদীতে ডুবুরী দলের সাথে থেকে দিক নির্দেশনা দিয়ে চলেছেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, “ ষ্পিীডবোট দুর্ঘটনা পদ্মা নদীর দোহার উপজেলার মৈনট ঘাটে ঘটলেও আমরা ঢাকা থেকে ডুবুরী দল এনে নিখোঁজ যাত্রীদের উদ্ধার কাজে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি”।