নিখোঁজ সাবেক সেনাসদস্য আবদুল বারির (৪৬) লাশ উদ্ধার করা হয়েছে। গেলো বৃহস্পতিবার খেজুরের রস কিনতে গিয়ে নিখোঁজ হন তিন।
রোববার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরে রেললাইনের পাশে ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা। মেট্রো সদর থানার পরিদর্শক তদন্ত রফিউল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত বৃহস্পতিবার খেজুরের রস কিনতে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এ ঘটনায় মেট্রো থানায় একটি জিডিও করা হয়।
পরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোপলিটন সদর থানার চাপলিয়া এলাকার রেললাইনের পাশে ঝোঁপে তার লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিলে লাশ শনাক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।