আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পাড়ে আব্দুল মালেক (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের বুড়িমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার আব্দুস সোবহান মাষ্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে শ্বশুর আবুল কালামের বাড়িতে বেড়াতে আসেন আব্দুল মালেক। সোমবার রাত ৮টার দিকে শ্বশুর বাড়ির পাশে রেল লাইনে হাঁটতে হাঁটতে তিনি মোবাইলে কথা বলছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।