নারায়ণগঞ্জে বন্দর এলাকায় পুলিশের চলন্ত গাড়ি থেকে দিয়ে লাফিয়ে পড়ে রাকিব (২২) নামের এক আসামি নিহত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত রাকিবকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় সে গাড়ি থেকে লাফিয়ে পড়ে। পরে পিছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিবকে নিয়ে আসা বন্দর থানার পুলিশ কনস্টেবল রতন মিয়া জানান,
নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চিড়াই ভাওয়া নন্দকানন সরকারি কলোনি এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।