জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামারবিষ্ণুগঞ্জে গ্রামের বাসিন্দা ১৬ বছরের কিশোর মো. ফারুক ইসলাম ছোটবেলায় আগুনে পুড়ে যায় এবং সে প্রতিবন্ধী হয়ে যায়। তাতে চলাচলের বেশ কষ্ট হয়। পরিবারের পক্ষ থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোনাজাত চৌধুরী মিলনকে বিষয়টি জানালে তিনি শুক্রবার (২৪ মার্চ) বিকেলে পল্লী ইসলামী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই হুইল গাড়ী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক বেলাল হোসেন, যুব সংহতি সভাপতি মাসুদুল হাসান মাসুদ, অত্র মাদ্রাসার হুজুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবন্ধী ফারুকের বাবা আঃ সাত্তার হোসেন বলেন, আমরা আজ অত্যন্ত খুশি। আমার ছেলের চলাচল করতে বেশ কঠিন হয়। আজকে এই হুইল গাড়ি পেয়ে আমার ছেলেও অনেক আনন্দিত। তার চলাচলে আর কষ্ট হবে না। সে লেখাপড়া করতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।