নাজমুল হাসান নবীন | বাকেরগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি গ্রামকে শহরে উন্নতিকরণের লক্ষ্যে তৃণমুলের জনপ্রতিনিধির মাধ্যমে রাস্তা-ঘাটের উন্নয়নের অংশ হিসেবে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ফলাগর গ্রামের কান্তা সাহার বাড়ির দরজা থেকে মেদীগঞ্জ শাহী জামে মসজিদ পর্যন্ত রাস্তার সোলিং কাজের উদ্বোধন করা হয়।

৫ মে বুধবার বিকেলে দোয়া-মোনাজাতের মাধ্যমে রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়।

উল্লেখ্য, রাস্তার প্রথম অংশ উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় ভাগের রাস্তা নির্মাণের অর্থায়নসহ সার্বিক সহযোগিতা করছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া।

এছাড়া রাস্তা নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ,

মো. মিজানুর রহমান মিজান, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. বশির উদ্দিন সিকদার। স্থানীয় সাধারণ মানুষ উন্নয়নের কর্ণধার এই নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. মিজানুর রহমান মিজান, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. বশির উদ্দিন সিকদার, রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সুশীল ব্যক্তিত্ব মুনসুর আহম্মদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, ফলাঘর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলায়েত জোমাদ্দার, উপজেলা যুবলীগের অর্থ বিষয়াক সম্পাদক মো. হাবিবুর রহমান, যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. সোহেল রানা, প্রচার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিজু, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক রুবেল হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা শাফিন আহম্মেদ প্রমুখ।