ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে জুবায়ের (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে ব্রয়লার মুরগীর খামারে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ওই যুবক রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

খামারের মালিক জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিলাল ভূইয়া ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন।

নিহত জুবায়ের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে শ্বশুর বাড়িতে থেকে জেলা পরিষদের সদস্য বিলাল ভূইয়ার মুরগীর খামারে কাজ করতেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মুরগীর খামারে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে রাত ১২টায় জুবায়েরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ এখনও হাসপাতাল থেকে আসেনি।

তিনি বলেন, আমরা খামারের মালিককে খুঁজছি। তবে এখনো পাইনি।