বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত ১০ থেকে ১২ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। সূর্যের দেখা না মিলায় প্রচন্ড কুয়াশা ও শীতে জনজীবন হয়ে পড়েছে চরম বিপর্যায়।
শীতের কারনে বাজার গুলোতে লোকের সমগণ কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাজারে তেমন আসছেন না মানুষ। ভোরে একটু আলো দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে চারিদিকে কুয়াশার চাঁদর মুড়ি দিয়ে ঘরবাড়ি গাছ পালা ঢেকে যাচ্ছে।
প্রচন্ড শীতের কারনে ব্যবসায়ীরা দোকান খুলে রেখে খরকুটা ও কাগজ দিয়ে বাহিরে আগুন জালিয়ে আগুনের তাপ নিয়ে শীত নিবারন করছেন। শনিবার (৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকাঘুরে দেখা গেছে আগুন পোয়ানোর দৃশ্য।
তেলজুড়ী বাজারের মুদি ব্যবসায়ী মো. লালটু মিয়া, কাপুড় ব্যবসায়ী রবিউল ইসলাম, বোয়ালারী বাজারের ব্যবসায়ী মিকাইল বলেন, শীতের কারণে দোকান খুলে বসা যাচ্ছে না।
যেমন বাতাস, তেমন কুয়াশা ও শীত। শীতের প্রকোপ এতো বেশি যে হাত দিয়ে কাজ কর্ম করা যাচ্ছে না। হাতের আঙ্গুলগুলো শক্ত হয়েছে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।