তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জুট মিলের সামনে পাঁকা রাস্তা থেকে নদী মুখি সরকারী হালট দখল করে পাঁকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে মুক্তার শেখের বিরুদ্ধে। মুক্তার শেখ বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।

সরজমিন ঘুরে দেখা যায়, ডোবরা মৌজার জুট মিলের সামনের পাঁকা রাস্তা থেকে পূর্বদিক একটি সরকারী হালট অবৈধ ভাবে দখল করে পাঁকা ঘর নির্মাণ করছে।
ঘর নির্মাণ সম্পর্কে জানতে চাইলে মুক্তার হোসেন বলেন, সরকারী হালট কখনও বন্ধবস্ত দেয় না। ঘর নির্মাণ করছি সরকার যখন ভেঙ্গে দেয় দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন,  সরকারী হালট দখল করে ঘর নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।