বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৩০ হাজার শিক্ষার্থী করোনা ভ্যাকসিন পাচ্ছেন। গত রবিবার (৯ জানুয়ারি) থেকে মাদরাসা, স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এই উপজেলায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কোন রকম হয়রানি ছাড়াই শিক্ষার্থীরা ভ্যাকসিন নিচ্ছেন। গত  রবিবার, সোমবার, মঙ্গলবার তিন দিনে ৪ হাজার ৩৬০জন শিক্ষার্থী করোনা ভ্যাকসিন নিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম জানান, বোয়ালমারী উপজেলার কলেজ, স্কুল, মাদরাসার প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ভ্যাকসিন পাচ্ছেন।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, যে সকল শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৮ বছর সে সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গত রবিবার থেকে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।