![বোয়ালমারী সাতৈর ইউনিয়নে ১ বছর পর্যন্ত ইউনিয়নের সকল শিশুদের জন্ম নিবন্ধন ফ্রি](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/received_159184100251484.jpeg)
তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে হতদরিদ্র ১শ’ শিশুর মাঝে চেয়ারম্যানের নিজ অর্থায়নে বস্ত্র বিতরন করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।
এ সময় শিশু জন্মের প্রথম দিন থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন উদ্ভুদ্ধকরন এবং ১ বছর পর্যন্ত ইউনিয়নের সকল শিশুদের জন্ম নিবন্ধন ফ্রি করার ঘোষনা দেন। এই উপজেলায় এই প্রথম সাতৈর ইউনিয়নে শিশুদের মধ্যে বস্ত্র বিতরন ও জন্ম নিবন্ধন ফ্রি করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে সাতৈর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোশারেফ হোসাইন, কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শফিকুল আজম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নাদিরা বেগম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।