![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/received_1312494699235825.jpeg)
বড়াইগ্রাম, নাটোর: আজাদুল বারী: নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে নয়টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ, আঞ্চলিক কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সেখানে রক্ষিত বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন দুলাল (মাষ্টার)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বনপাড়া পৌর শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রাং, বনপাড়া শহর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন সরকার,সহ-সভাপতি মোঃ জিয়াউল হক মিয়া, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।