এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মণিরামপুর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই এপ্রিল(সোমবার) সকাল ১০টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান,মণিরামপুর থানা পুলিশের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন এস আই আবুবক্কর প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।