এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ যশোর মনিরামপুর উপজেলার মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে আজ বৃহঃবার সকাল ১১টা থেকে অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক, বাল্য বিবাহ, ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

লাল সবুজ উন্নয়ন সংঘ মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরব সাহার সঞ্চালনায় ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সহ সভাপতি জি এম ফারুক আলম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোনতাজ বিশ্বাস। অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের মনিরামপুর শাখার সাংগঠনিক সম্পাদক অভি হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদ,

অর্থ সম্পাদক মেহেদী হাসান অনিক, দপ্তর সম্পাদক সৈয়দ নিশান, আইটি ও মিডিয়া তামিম হোসেন, নারী সম্পাদীকা তিথি দাস, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোঃ নাজমুস সাকিব সমাজ কল্যান সম্পাদক তীর্থ কুুন্ডু, পরিবেশ ও কল্যান সম্পাদক মাহির ফয়সাল, সদস্য ফারিহা,

তামিমা, দিয়া,সুমনা,রিয়া,বৈশাখী,বোরহান,সুমন, নাহিদ,কাইয়ুম,তানভির সহ প্রমুখ। উল্লেখ্য- সংগঠনের সদস্যরা সকলে শিক্ষার্থী। লাল সবুজ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে মেধাবী এই শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেন। পরে শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও ধষর্ণ বিরোধী শপথ নেন।

 

 

কলমকথা/ বিথী