মাগুরা প্রতিনিধিঃ “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উদযাপিত হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস-২০২২।
এ উপলক্ষে রবিবার (২ জানুয়ারি) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ফিরে আসে।
আলোচনা অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল মহোদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।
উপজেলা সমাজসেবা অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবি নাজনীন,ভাইস চেয়ারম্যান জনাব মোঃ বরকত আলী,বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ মহম্মদপুর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার জনাব মোঃ আব্দুল হাই মিয়া,বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।