যশোরের ঝিকরগাছার অদম্য মেধাবী সেই তামান্না নূরার সঙ্গে দেখা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বেলা ১১ টার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ পরিদর্শন শেষে তিনি তামান্নার সঙ্গে দেখা করেন।

এসময় শিক্ষামন্ত্রী পড়াশোনার বিষয়ে তামান্নাকে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তামান্নার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন বলে জানান তিনি। এর আগে, বাম পা দিয়ে লিখে সব বাধা অতিক্রম করে এইচএসসি পর্যন্ত সাফল্য অর্জন করায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তামান্নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফোনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন তিনি।

আরো পড়ুনঃ যশোরের ২ কলেজসহ ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩২ কোটি টাকার অনিয়ম

তামান্না নূরা বলেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী খুবই আন্তঃরিক। আমি ভালো ফলাফল করার পরে তিনি খুশি হয়ে আমাকে ফোন দিয়েছিলেন। তখন তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন।

আমাকে সাহস যুগিয়ে ছিলেন। ওই সময়ে তিনি আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা পোষণ করেছিলেন। আজ আমার সঙ্গে দেখা করেছেন। আমাকে এবং আমার পরিবারের সঙ্গে কথা বলেছেন। আমার বর্তমান পড়াশোনা বিষয়ে খোঁজ খবর নেন। এসময় শিক্ষামন্ত্রী পড়াশোনার বিষয়ে তামান্নাকে দিকনির্দেশনা দেন এবং আমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন বলে জানান। তামান্না আরও জানান, তিনি শিক্ষাজীবন শেষ করে বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হতে চান। এমনকি গবেষণায়ও নিজেকে নিয়োজিত করতে পারেন।

তামান্নার বাবা রওশন আলী বলেন, তামান্নার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটে উত্তীর্ণ হয়েছে সে। গুচ্ছের ‘ক’ ইউনিটে তামান্নার মার্কস এসেছে ৪৮.২৫। যবিপ্রবি মাইক্রোবাইলোজি পড়ার ইচ্ছা তামান্নার।

তামান্নার সঙ্গে দেখা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার প্রমুখ। এসময় তামান্না শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান। অদম্য এই তরুণী শুধুমাত্র একটি পা দিয়ে লিখে বিজ্ঞান বিভাগ থেকে সবকটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছেন। তার এই সাফল্যে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা খোঁজখবর নেন। একইসঙ্গে তারা দুই বোন তামান্নার স্বপ্ন পূরণে এগিয়ে আসেন।

ডাউনলোড করতে ট্যাপ করুন

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমএম কলেজে সাংবাদিকদের বলেন, আগামী ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়েই যেন কর্মসূচি ঘোষণা করে।

বিএনপির ১০ ডিসেম্বরে কর্মসূচি ঘিরে সরকার পতনের হুমকি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছেন তারাই আজ গণতন্ত্রের জন্য মায়া কান্না করেন। আসলে তারা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। দেশের মানুষ শান্তি চাই, স্থিতিশীলতা চাই। তারা জনগণের চাওয়ার ঠিক উল্টো করতে চাই। তারা অগ্নিসংযোগকারী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তাদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না। তারা হুমকি দিচ্ছে।

Doctor
আরো জানতে ট্যাপ করুন

যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনো গণআন্দোলনে রুপ নেয় না। সেই আন্দোলনে সরকার হঠানো যায় না।