করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাত ৮টার পর রাজশাহীতে সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২৯ জানুয়ারি) সকালেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে। আর তা শনিবার থেকেই কার্যকর হবে। এ বিষয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) এমনটা জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
রাজশাহীতে শুক্রবার করোনা শনাক্তের হার ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ। এ ঊর্ধ্বগতি রোধ করতেই নতুন এই নির্দেশ জারি করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে সরকারের যেসব বিধিবিধান চালু আছে, তাও বহাল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে স্বাভাবিক কাজ করতে হবে। এর সঙ্গে নতুন এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।