বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল বাংলাদেশ আ’ লীগের প্রেসিডিয়াম মেম্বর মো. আব্দুর রহমানের পক্ষে রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছেন। শনিবার (৮ জানুয়ারি) রাত থেকে শীতার্ত ও দুস্থদের মধ্যে শুরু করেছেন কম্বল কিতরণ।
শাহজাহান মীরদাহ্ পিকুল জানান, শনিবার থেকে মো. আব্দুর রহমানের পক্ষে কম্বল বিতরণ শুরু করেছি। মোট ৬ শত শীতার্তকে কম্বল দেওয়া হবে। এর মধ্যে মাদরাসা ও এতিমখানা রয়েছে।
শনিবার পৌরসভার সামনে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আ’লীগের সদস্য আলী আকবর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, প্যানেল মেয়র মমিন খান, কাউন্সিলর বিপ্লব আহমেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।