দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। লিটারে ১৫ টাকা বেড়ে ৩ নভেম্বর থেকে ডিজেলের দাম হয়েছে ৮০ টাকা। সেদিন থেকেই ২৬ শতাংশ বেড়েছে ডিজেলে চলা বাসের ভাড়াও। বাড়েনি শুধু নামমাত্র খরচে সিএনজিতে চলা বাসগুলোর ভাড়া।
এদিকে, বাসগুলোতে নেই শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার সুযোগ। তাই রাজধানীর উত্তরা আজমপুরে গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) তারা সড়ক অবরোধ করে।
এদিকে, সম্প্রতি রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে রাইদা পরিবহনের একটি বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ উঠেছিল। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই পরিবহনের প্রায় ৫০টি বাস আটকে রেখে সড়ক অবরোধ করে রাখে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।