রিয়াদ গাজী ঝালকাঠি জেলা প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য সন্তান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদায় নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, সহকারী কমিশনার ভূমি মো.সাখাওয়াত হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিব রহমান সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।