” নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোক্তা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীতে
জামালপুরে কনজিউমার রাইটস্ বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে জামালপুরে কনজিউমার রাইটস্ বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার আয়োজনে রেলি ও রেলি পরবর্তীতে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশগ্রহণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শ্রাবস্তী রায়, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর।
উক্ত সভায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, বাজার মূল্য নিয়ন্ত্রণ ও রমজান মাসের পবিত্রতা বজায় রাখাসহ সার্বিক বিষয়াদি উপর মনিটরিং সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল হক মৃদুল, মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, জামালপুর, সাবেক সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ আতিকুর রহমান ছানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ আরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, রাজু আহমেদ, তারিকুল ফেরদৌস, সহকারী অধ্যাপক, ঝাওলা গোপালপুর কলেজ, জামালপুর সদর, জামালপুর, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিস লিঃ এর পরিচালক, একরামুল হক নবীন, মিলন খান, কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
বক্তারা ভোক্তাদের ন্যায্যতা অধিকার আদায়ের লক্ষ্যে সজাগ থাকার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান এবং কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার সভাপতি, ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সাধারণ সম্পাদক, মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক, শাহ্ মোঃ আরিফ হোসেন, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ এমদাদুল হক, সার্ভিস ফি ও পণ্য মূল্য পণ্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলম, কার্য নির্বাহী সদস্য (ছাত্র প্রতিনিধি), মোঃ মোসতুজা বিল্লাহ্, কার্য নির্বাহী সদস্য (কৃষক প্রতিনিধি), মোঃ তৌফিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য (শ্রমিক প্রতিনিধি), মোঃ আহসান হাবীব সুমন সহ ফল, মৎস্য ও গোশত্ ব্যাবসায়ীগণ, বাজার কমিটির নেতৃবৃন্দ,
বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।