চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম কমানো ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বুধবার সিলেটে ১৪-দলীয় জোটের শরিক প্রধান ৫ দলের মানববন্ধন ও সমাবেশ করেছে।
সাম্যবাদী দলের সিলেট জেলার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহের সভাপতিত্বে ও জাসদের সিলেট জেলার সাধারণ সম্পাদক এম কিবরিয়ার সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দর আলী, জাসদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির সিলেট মহানগরের সদস্য সচিব শ্যামল কপালী, ন্যাপের সিলেট জেলার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা আফরোজ আলী, ব্রজ গোপাল চৌধুরী, জাসদ মহানগরের আবদুল হাসিব, মহিউদ্দিন আহমেদ, গণতন্ত্রী পার্টির জুনেদুর রহমান, গুলজার আহমেদ, মাসুম আহমেদ, আজিজুর রহমান খোকন, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড দীনবন্ধু পাল, অজিৎ দেবনাথ, সদস্য মুহিতুষ চৌধুরী প্রসাদ, আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল প্রমুখ।
এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ, সাম্যবাদী দল ও ন্যাপ, সিলেটের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার নিজ দলীয় সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ করে দিচ্ছে। মেগা উন্নয়নের নামে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। নিত্যপণ্যের ক্রয়ক্ষমতা ক্রমশই মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।