সারা দেশে কয়েক দিন ধরেই শীতের আমেজ বিরাজ করছে। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের আমেজ বেশি। সারা দেশে দিনের তাপমাত্রা বেশি থাকলেও রাতে তাপমাত্রা কমে যায়। এই অবস্থার মধ্যে আজ মঙ্গলবার থেকে ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, কিছুদিন ধরে দেশের কিছু এলাকায় কুয়াশার মতো দেখা গেলেও তা কুয়াশা নয়।
মূলত জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ধোঁয়াশার সৃষ্টি হতো। এখন থেকে প্রকৃত অর্থে এই মৌসুমের কুয়াশা পড়া শুরু হবে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।