ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: “মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” -এ প্রতিপাদ্য কে সামনে রেখে অদ্য রবিবার (২ রা জানুয়ারি) সকাল ১১:৩০ ঘটিকায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় জামালপুরের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্হা সমূহের সহযোগিতায়, একটি র্যালীর মাধ্যমে শহর প্রদক্ষিণ শেষে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, চালাপাড়া, জামালপুরে আলোচনা সভা ঋণ ও সহায়ক উপকরণ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস -২০২২।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোর্শেদা জামান, জেলা প্রশাসক, জামালপুর । বিশেষ অতিথি-
মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর, ওসি তদন্ত, মোঃ দেলোয়ার হোসেন,
সৈয়দ আতিকুর রহমান ছানা, সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা। ডেপুটি সিভিল সার্জন, ডাঃ আবু আহমেদ সাথী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাজু আহমেদ, পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-
আবু ইলিয়াস মল্লিক, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর।
উক্ত অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন- মোঃ মনির হোসেন, জামালপুর জেলা ব্র্যাক প্রতিনিধি, মোঃ জাহাঙ্গীর সেলিম, পরিচালক উন্নয়ন সংঘ, মোঃ এনামুল হক, প্রধান নির্বাহি, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) জামালপুর, মোহাম্মদ আনিসুর রহমান, নির্বাহী পরিচালক, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা, জামালপুর।
ময়ূরী, নির্বাহী পরিচালক, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুইড প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন।
তার আগে প্রধান অতিথি উক্ত অনুষ্ঠানে ১০ জন বুদ্ধিপ্রতিবন্ধীদের মাঝে সহজ শর্তে ঋণ প্রদান, অর্থ হস্তান্তর, প্রতিবন্ধীদের মাঝে আইডি কার্ড বিতরণ এবং প্রতিবন্ধীদের জন্য চেয়ার বিতরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।