যশোর প্রতিনিধি: সাতক্ষীরার সুন্দরবনের গহীন খালে হারিয়ে যাওয়া ১০ পর্যটককে ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর উদ্ধার করা হয়েছে। সম্পুর্ন সুস্থ অবস্থায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আক্তার হোসেন তাদের কে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও আক্তার হোসেন বলেন, শুক্রবার সকালে যশোরের শার্শা উপজেলার পুটখালী ও বারপোতা থেকে আসা ১০ জন পর্যটক ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে যায়। বিকালে ফেরার পথে ভুল করে সুন্দরবনের গহীন খালের মধ্যে হারিয়ে যায়। এক পর্যায়ে পথ খুঁজে পেতে ঘুরতে ঘুরতে ট্রলারের তেলও শেষ যায়। এসময় পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়ে। এসময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মোবাইল ফোনে বিষয়টি জানান।
ইউএনও আক্তার হোসেন আরও বলেন, মোবাইল ফোনে তাদের কথা শুনে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, বনবিভাগ ও পুলিশের সমন্বয়ে ৬টি আলাদা ট্রলারযোগে সুন্দরবনের ভেতরে প্রবেশ করে তাদেরকে খুঁজতে থাকে। প্রায় ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০ টার দিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পর্যটকেরা উপজেলা প্রশাসনসহ উদ্ধারের কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউএনও বলেন সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের আরো সতর্ক থাকতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।