মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২১জুলাই ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন। বুধবার (২০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সাংবাদিকদের সাথে ওই প্রেস ব্রিফিং করেন তিনি।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) আগামী ২১জুলাই আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সারাদেশে ২৬’হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তরের শুভ উদ্বাধন করবেন। তারই অংশ হিসেবে কেশবপুর উপজেলায় আরও ১৩টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এর আগে এ উপজেলায় ১৭১টি গৃহ নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন করে শতভাগ গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
মতবিনিময় ও প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, যুগ্ন-সম্পাদক ইনামুল হাসান নাঈম, মাসুদ রায়হানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।