মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে। বাঙালি দর্শনে অনেক গাছ থাকলেও তালগাছের কথা উঠে এসেছে বারবার। এবার এই তালগাছটি চাইছে সরকার।

বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দেশব্যাপী ১০ লাখ তালগাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বজ্রপাত প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশ সাড়া দিয়ে রূপসী শেরপুর স্বে”ছাসেবী সংগঠনের উদ্যোগে তালগাছের বীজ বপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোজ শুক্রবার শেরপুরের ভাটারাঘাট ঈদগাঁ মাঠের চারো পাশে ও বিভিন্ন রাস্তার দুই ধারে একযোগে ১০০ তালের বীজ রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত থাকেন রূপসী শেরপুর স্বে”ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব, আবুল কালাম আজাদ, উপদেষ্টা মন্ডলী- জনাব, মোঃ আবু সাঈদ, জনাব, জাহিদুল ইসলাম সৌরভ এবং উক্ত সংগঠনের সভাপতি- জনাব, মোঃ রুবেল মৃধা। আরও উপস্থিত থাকেনথ মোঃ সবুজ, ফারদিন আরফিন জয়, শরীফ উদ্দিন বাবু, রায়হান হাবিব আকাশ, শাহরিয়ার হাসান, মোজাম্মেল, মোঃ আরিফ, মোঃ সোহেল রানা, সোহানোর রহমান সোহান সহ অনান্য সদস্য বৃন্দ।

এ সময় আরও উপস্থিত থাকেন- নকলা উপজেলার মনিরুল ইসলাম ও মোঃ লোকমান হোসেন সহ অনান্য সদস্য বৃন্দ। নালিতাবাড়ী উপজেলার, মোঃ আরিফ খান ও মোঃ উবাইদুলসহ অনান্য সদস্য বৃন্দ। ঝিনাইগাতী উপজেলার, রাশেদুজ্জামান রাশেদ ও সবুজ ইসলাম সজিবসহ অন্য সদস্য বৃন্দ। শ্রীবরদী উপজেলার, আতিকুর রহমান আতিক, আবিদ হাসান রাহাদসহ অনান্য সদস্য বৃন্দ উপস্থিত থাকেন।

শেরপুর জেলায় বজ্রপাতে প্রাণহানি ঘটনা ঘটছে প্রতিনিয়ত তাই রূপসী শেরপুর স্বে”ছাসেবী সংগঠন তাল বীজ রোপণের উদ্যোগ নেওয়ায়, বজ্রপাত থেকে শেরপুর জেলাকে রক্ষা করতে ও সরকারের উদ্যোগকে সফল এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে রূপসী শেরপুর স্বে”ছাসেবী সংগঠন তাল বীজ রোপণের সিদ্ধান্ত গ্রহন করেন এবং শেরপুর জেলার সকল উপজেলায় একসাথে, একই দিনে তাল বীজ রোপণ করেন।

এছাড়াও গরীব অসহায় মানুষদের সাধ্যমত সাহায্য ও সহযোগিতা, পরিস্কার পরিছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও ধুমপান ও মাদকের বিরুদ্ধে প্রচারণার কথাও জানাই এই সংগঠনটি। শেরপুর জেলার অতি জনপ্রিয় ফেইসবুক গ্রুপ রূপসী শেরপুরের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগ কে সাদুবাদ জানাই।