বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৩ জন জুয়া মামলার আসামিসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাতে পুলিশ অভিযান চালায়।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলো উপজেলার সোতাসী গ্রামের শাহিন শেখ (১৯), মোসা. শাহিনা বেগম (৪২), চুন্নু শেখ (৪৮), জাকির শেখ (৫০), কলিমাঝি গ্রামের তমাল শেখ, কদমী গ্রামের আল আমিন মোল্যা (৩০)। অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে সাতৈর এলাকায় জুয়া খেলার সময় শেলাহাটি গ্রামের মো. জামাল শেখ (৪০), একই গ্রামের হাবিব মোল্যা ও শেরাপুর গ্রামের মুরাদ মোল্যা (৪৮)।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়া খেলার সময় ৩ জনকে আটক করা হয়। আসামিদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।