বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি বেলজানী গ্রামে এক কলেজ শিক্ষকসহ দুইজনকে কুপিযে আহত করার ঘটনায় ৪৫ জনের নামে মামলা হযেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার ৩০ নম্বর আসামি বেলজানী গ্রামের আবুল কালামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ শিক্ষক শাহিনুল আলম (৫৬) ও ইব্রাহিম মোল্যা শাওনকে (৩৫) কুপিযে টিটিযে আহত করে প্রতিপক্ষরা। তারা দুজনই ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা। শাহিনুল ইসলাম পাশের মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কাজী সালিমুল হক মহিলা কলেজে সহকারী অধ্যাপক ও ইট ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা শাওন বেলজানি গ্রামের রমজান মোল্লার ছেলে।
এ ঘটনায় শাহিনুল ইসলাম বাদি হয়ে বেলজানী গ্রামের রিজাউল করিমকে এক নং আসামি করে ৪৫ জনের নামে মামলা করেন।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, কলেজ শিক্ষক সহ দুইজনকে মারার ঘটনায় ৪৫ জনের নামে মামলা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হযেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।