যশোর প্রতিনিধি: যশোরে একাধিক মাদক মামলার আসামি,চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম রেজাকে ৪২ বোতল ফেনসিডিলসহ আটক করেছেন যশোর কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা ।
কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন ও এসআই জয়ন্ত সরকারের নেতৃত্বে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে যশোর শহরের চাঁচড়া মধ্যোপাড়া থেকে তাকে আটক করেন। আটক সেলিম রেজা চাঁচড়া মধ্যপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।
যশোর কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর চাঁচড়া মধ্যপাড়ায় ফেনসিডিলের একটি চালান হাত বদল করা হচ্ছে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি স্কুলে ব্যাগের মধ্যে থাকা ৪২ বোতল ফেনসিডিলসহ যশোরের বহুল আলোচিত ও একাধিক মাদক মামলার আসামি সেলিম রেজাকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।