হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা,কর্মচারী শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে বুধবার বেলা ১১ টায় চিনিকল শ্রমজীবী ইউনিয়ন কার্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবুল বাসার বাদশা,অর্থ সম্পাদক মো. ফিরোজ মিয়া,সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম,মজিবুর রহমান মন্টু,ছিদ্দিকুর রহমান খান প্রমুখ।
বক্তারা তাঁদের পাওনা অবসরের প্রভিডেন্ট ফান্ডের টাকা,গ্র্যাচুইটি,মজুরী কমিশনের টাকা পাওনার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামান করেন। এসময় প্রায় দুই শত অবসরপ্রাপ্ত কর্মকর্তা,কর্মচারী শ্রমিক উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।